
বাল্য বিবাহ রুখতে শুক্রবার আন্তর্জাতিক শক্তি বাহিনী সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণ কান্ত উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা টোটো রেলি করা হয়। এদিন বিদ্যালয় থেকে ছাত্রীদের নিয়ে পিডাবলুডি বিভিন্ন গ্রাম এলাকায় প্রচার রেলি বের করা হয় । শক্তি বাহিনী সংগঠনের যোগাযোগ ডিস্ট্রিক কডিনেটার রোশনী রায় জানান,খড়ি বাড়ি ব্লকের গ্রামে গঞ্জে বাল্য বিবাহ রুখতে সচেতনতার জন্য ছাত্রীদের নিয়ে শিবির করা হচ্ছে ।উপস্থিত ছিলেন এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট রানীডাঙা সেক্টর, ইনসপেক্টর জিডি কেন্সিল , সাব ইনসপেক্টর জিডি প্রিয়াঙ্কা