
সকালে সাইকেল চুরি পরিকল্পনা করেছিল চোর, চুরি করতে এসে চোরকে ধরে ফেললো স্থানীয়রা। রবিবার খড়িবাড়ির অধিকারী বাজার এলাকায় সাইকেল চুরি পরিকল্পনা করেছিল চোর। তবে স্থানীয়দের সন্দেহ হত্তয়ায় যুবককে ডাকতেই ঘটনাস্থলে থেকে পালানোর চেষ্টা করে যুবক , স্থানীয়রা দৌড়ে ধরে ফেলে চোরকে।আটকের পর যুবক চুরির পরিকল্পনার ঘটনা স্কীকার করে নেয় ।আটক যুবকের নাম মহম্মদ আজাদ(২২)। সে বাংলা- বিহার সীমান্তে সিঙ্গিয়াজোত এলাকার বাসিন্দা। স্থানীয়রা আটক যুবককে খড়িবাড়ি থানার অধিকারী পুলিশের হাতে তুলে দেয় ।পরে খড়িবাড়ির থানার পুলিশ চোরকে খড়িবাড়ি থানায় নিয়ে যায় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।