
শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা।মঙ্গলবার ২৫ বৎসর পুরতী উপলক্ষে রজত জয়েন্তী অনুষ্ঠানের আয়োজন করে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়। এই রজত জয়ন্তী উৎসবকে সামনে রেখে বাতাসী সংলগ্ন এলাকা জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করলো শ্যামধন জোত উচ্চ বিদ্যালয় । এই দিন বিভিন্ন সামাজিক অতিজ্যবাহি নাচ, গান ও সাংস্কৃতি কে তুলে ধরেছে তাদের বর্ণাঢ্য শোভাযাত্রায়।