
ট্রেনর ধাক্কায় মৃত্যু ঘটলো এক নাবালিকার।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ী ব্লকের অধিকারী রেল স্টেশন সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় ,সোমবার বিহার থেকে শিলিগুড়ি গ্র্যামি ট্রেনের ধাক্কায় মারা যায় এক নাবালিকা,মৃত নামালিকার নাম তিথি মহন্ত ১৭ বছর বয়স বারাসাত ভিটার বাসিন্দা।রেল লাইনের ধারে মৃত কে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, অপরদিকে খবর পেয়ে অধিকারী ফারির পুলিশ ও শিলিগুড়ি রেল পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।এদিকে গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ঘটনা স্থলে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও লাশটিকে ময়না তদন্তের জন্য পাঠায়।এই ঘটনার জেরে মৃতারবাড়ী শোকের ছায়া নেমে পড়েছে।