
CPI এর প্রতিবাদ মিছিল। CPI এর পক্ষ থেকে বর্ধিত সভা ও কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নিতীর প্রতিবাদ মিছিল ।
ভারতের কমিউনিস্ট পার্টি CPI এর পক্ষ থেকে শনিবার অধিকারীতে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নিতীর প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়। এইদিন মিছিলটি অধিকারী সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্তে পদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সম্পাদক স্বপন ব্যানার্জী, AITUC এর পশ্চিম বঙ্গ রাজ্য সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ অন্যান্য নেতা কর্মীরা।