
তারকনাথ সিঁদুর বালা বালিকা বিদ্যালয়ের রজত জয়েন্তী উৎসবের শুভ সূচনা করলেন সভাধিপতি ।তারক নাথ সিঁদুর বালা বালিকা বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।শুক্রবার বিকেলে ৪ টে নাগাদ প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সভাধিপতি অরুণ ঘোষ,সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ,দিলীপ কুমার রায় প্রাইমারি স্কুলের চেয়ারম্যান, খড়িবাড়ী পানিশালি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিংহ বিদ্যালয়ের শিক্ষিকা বিন্দ সহ অন্যান্যরা। পাশাপাশি নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এইদিনটি পালন করেন তারা।