শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১

শিলিগুড়ি, ১৮ জুলাই:
শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের হকার্স কর্নার এলাকায় হাইড্রেনের ওপর নির্মিত একটি অবৈধ ঘর ভেঙে দিল পুর প্রশাসন। শুক্রবার সকালে পুরনিগমের তরফে পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালানো হয়। ভাঙচুর চলাকালীন বাধা দিতে গেলে শিলিগুড়ি থানার পুলিশ একজনকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইড্রেনের উপর নির্মাণ ঘরটি অনেকদিন ধরেই গড়ে উঠছিল। অভিযোগ, নির্মাণকাজ চলাকালীন স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়েছিল। এমনকি কাউন্সিলরের তরফে একাধিক প্রতিনিধি এসে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এদিন সকালে পুরনিগমের বিশেষ দল ও পুলিশ এসে হাইড্রেনের ওপর নির্মাণ ভেঙে দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘরটি ভাঙার আগে কোনও নোটিশ দেওয়া হয়নি।

পুরনিগমের এক আধিকারিক জানান, “হাইড্রেনের উপর নির্মাণের ফলে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছিল। তাই বিধিমতো ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অন্যদিকে, বাসিন্দাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং কাউন্সিলরের ভূমিকা খতিয়ে দেখা হোক।

news portal development company in india
marketmystique