নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।

নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের। সেই মত শুক্রবার খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে মাদক হাতবদলের আগে মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক থেকে মাদক এনে পানিট্যাঙ্কির গোন্ডোগোল জোতে মাদক হাতবদলের সঙ্গে ৫১১ গ্রাম ব্রাউন সুগার সহ ৪লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় কালিয়াচকের দীপক মন্ডল পানিট্যাঙ্কির মহম্মদ সাবিরকে গ্রেফতার করেছে পুলিশ। এসডিপিও নকশালবাড়ি আশীষ কুমার জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ঘটনা রয়েছে। তারপরেও জেলা পুলিশ সবসময় মাদক মুক্ত করতে বদ্ধপরিকর। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

news portal development company in india
marketmystique