মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ!

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ! চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী করতেই প্রতিবাদ। শনিবার নকশালবাড়ির পানি ঘাটা মোড়ে রাজ্য সরকারের সরকারি গ্যাজেট নোটিফিকেশন পুড়িয়ে প্রতিবাদ জানানো দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়ন। গত বুধবার কলকাতায় বেঙ্গল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সামনে ঘোষণা করেছিলেন, এবার থেকে ৩০ শতাংশ জমি বাণিজ্যিক উপায়ে ব্যবসায়ীরা কাজে লাগাতে পারবেন। আর তাতেই ক্ষোভ চা শ্রমিকদের। অভিযোগ এর ফলে চা শিল্প ধ্বংস তো হবেই, এমনকি শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়বে। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে সিপিএম তথা শ্রমিক সংগঠন। চিয়া কামান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম ঘোষের দাবি এর ফলে চা শিল্প ভেঙে পড়বে, শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যদিকে চা শ্রমিকদের ৫ ডেসিমেল জমিতে পাট্টার বিরোধীতা করে শ্রমিকরা যতটা জমিতে রয়েছে তার খতিয়ান দিতে হবে মত গৌতমের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সদস্য তথা দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ, সারা ভারত কৃষক সভার সম্পাদক ঝরেন রায়, সিপিএমের নেতা রাজু সরকার সহ অন্যান্যরা।

news portal development company in india
marketmystique