চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস!

চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস! শুক্রবার খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে একাধিক দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। চা বাগানে সার্ভ বন্ধ করে নতুন নোটিফিকেশন জারির দাবি সংগঠনের। সংগঠনের কনভেনার রাজকুমার কাশ্যপ জানান, ৫ ডেসিমেল জমিতে পাট্টা নয়, চা শ্রমিকরা দখলে থাকা  জমিতেই খতিয়ানভুক্ত করতে হবে এবং তা দলিল আকারে দিতে হবে, বাগানের ফাঁকা জমিতে টি ট্যুরিজমের কথা বলা হলেও চা গাছ উঠিয়ে টি ট্যুরিজম হচ্ছে এবং ৩০% জমিতে এই ট্যুরিজম ঘোষণা হতেই কাজ হারাবে শ্রমিকরা বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আগামী দিনে দাবি পূরণের জন্য মাধ্যমিক পরীক্ষার পর উত্তরকন্যা অভিযান হবে বলে তিনি জানান। অন্যদিকে স্মারকলিপি নিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান খড়িবাড়ির রাজস্ব আধিকারিক।

news portal development company in india
marketmystique