নকশালবাড়ি চক্রের ৪০তম বর্ষের বার্ষিক ক্রীড়া

নকশালবাড়ি চক্রের ৪০তম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন নকশালবাড়ি খালপাড়ার নিখিল স্মৃতি ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এই চক্রের প্রাথমিক ও শিশু শিক্ষা মিলিয়ে ১৫৯ স্কুলের ৩৩০জন মোট শিক্ষার্থীরা এদিন বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণ করেন। এদিন স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্নরাও ক্রীড়ায় অংশগ্রহণ করেন। ৩৪টি বিভিন্ন খেলার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ , জয়েন্ট কোর্ডিনেটর অবর্ণা দাস দত্ত, ডিপিও স্বরষী ঘোষ, নকশালবাড়ি চক্রের এস‌আই চিরঞ্জীত ঘোষ সহ অন্যান্যরা। পরে সভাধিপতি জানান, চক্রের বার্ষিক ক্রীড়া হচ্ছে আগামী দিনে জেলা ও রাজ্যের ক্রীড়া হবে। সমস্ত শিক্ষকরা এই পুরো ক্রীড়াকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

news portal development company in india
marketmystique