মাদক সহ গ্রেফতার এক যুবক।

মাদক সহ গ্রেফতার এক যুবক। মাদক কিনতে এসে পুলিশের হাতে গ্রেফতার এক যুবক! নকশালবাড়ির নেহাল দয়ারাম জোতে এক ঘরের ভেতর মাদক কেনাবেচা  খবর পেয়ে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশের অভিযানে গ্রেফতার এক মাদক কিনতে আসা যুবক! পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক মাদক ব্যবসায়ী! ঘটনায় ৫৭ গ্রাম ব্রাউন সুগার সহ ৪০হাজার ২০০ টাকা নগদ উদ্ধার করে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইরফান, ধৃত নকশালবাড়ির বাসিন্দা! অন্যদিকে পুলিশের অভিযান দেখতে পেয়ে স্বয়ং মাদক অভিযানে সাক্ষী দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।  সামাজিক দায়িত্ব হিসেবে এখানে এসেছি। এই ধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।মাদক মুক্ত সমাজ গড়তে সকলকেই এগিয়ে আসতে হবে মত সভাধিপতির। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

news portal development company in india
marketmystique