রক্তের সংকট নিরসনে রক্তদান শিবিরের আয়োজন করল বীরসা মুন্ডা কলেজের এন‌এস‌এস ইউনিট।

রক্তের সংকট নিরসনে রক্তদান শিবিরের আয়োজন করল বীরসা মুন্ডা কলেজের এন‌এস‌এস ইউনিট। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের শীততাপ নিয়ন্ত্রণ গাড়িতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে রক্তদান করেন কলেজের অধ্যক্ষ ডঃ বীরেন্দ্র মৃধা সহ কলেজের অধ্যাপক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এদিন দুপুর পর্যন্ত মোট ২০ ইউনিট রক্ত সংগ্রহিত হয়েছে। এন‌এস‌এস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক রত্না পাল জানান, একাধিক সামাজিক কাজকর্মের মাধ্যমে এন‌এস‌এস ইউনিট কাজ করে। অন্যদিকে ন্যাকের B+ গ্র্যাড পাওয়ার পর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল। গত ৫ বছরে কলেজ অনেক অগ্রগতি করেছে এবং আগামী দিনেও আরো অগ্রগতি করবে বলে অধ্যক্ষ জানান।

news portal development company in india
marketmystique