খড়িবাড়ী মার্শাল আর্টস একাডেমির চমৎকার সাফল্য!
তরাই ইন্টারন্যাশনাল ওপেন কেরাটা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ খড়িবাড়ী মার্শাল আর্টস একাডেমির ছাত্রছাত্রীরা অসাধারণ পারফরম্যান্স করেছে! গত ১৯ জানুয়ারি, কোচবিহার রাজবাড়ী নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে একাডেমির বেশ কিছু তরুণ প্রতিযোগী অংশগ্রহণ করে।
বরুণ সিংহ স্বর্ণ পদক জয় করে একাডেমির গৌরব বৃদ্ধি করেছেন। তার অদম্য মনোভাব এবং দক্ষতা প্রতিপক্ষদের হারিয়ে তাকে শীর্ষে পৌঁছে দিয়েছে। অন্যদিকে, নীলাদ্রি বিশ্বাস এবং অর্পিতা দাস রৌপ্য পদক জিতে একাডেমির সাফল্যের ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করেছেন। একাডেমির অন্যান্য ছাত্রছাত্রীরাও ব্রোঞ্জ পদক জিতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে।
খড়িবাড়ী মার্শাল আর্টস একাডেমির এই অসাধারণ সাফল্য তরুণ প্রজন্মের মধ্যে মার্শাল আর্টসের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে বলে আশা করা যায়। এই একাডেমির প্রশিক্ষক এবং ছাত্রছাত্রীদের এই অর্জনের জন্য আমরা অভিনন্দন জানাই।এই সাফল্যের পরে, খড়িবাড়ী মার্শাল আর্টস একাডেমির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে আশা করা যায়। একাডেমির ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের পতাকা উঁচু রাখবে বলে আশা করা যায়।
তরাই ইন্টারন্যাশনাল ওপেন কেরাটা চ্যাম্পিয়নশিপে স্বর্ণ,রৌপ্য,ব্রোঞ্জ পদক
- Khoribari Times
- January 22, 2025
- 7:35 pm

Recent Posts
ফের মহিষ সহ গ্রেফতার ১।
March 12, 2025
No Comments
দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশালবাড়িতে!
February 8, 2025
No Comments
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ!
February 8, 2025
No Comments
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার।
February 8, 2025
No Comments
চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস!
February 8, 2025
No Comments