আমরা জঙ্গি এক্সপোর্ট করছি এটা বিরাট বড় ব্যাপার, এটা মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল। কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অক্লান্ত পরিশ্রম করছে। মুখ্যমন্ত্রীও অক্লান্ত পরিশ্রম করছেন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কোনো নীতিতে লাভ হলে তার বিরোধিতা করেন। এক দেশ এক ভোট, এন আর সি, সিএএতে বিরোধিতা করছেন নতুন কিছু না এটা আমরা অভ্যস্ত রয়েছি। ফিরহাদ হাকিমের কটাক্ষ নিয়ে তিনি বলেন শুধু তিনি নয় তৃণমূল কংগ্রেস অন্যের ঘাড়ে দায় চাপাতে একদম ওস্তাদ। অনুপ্রবেশ হলে দায় কেন্দ্রের। ১০০ শতাংশ দায়ী কেন্দ্র নেবে তবে পশ্চিমবঙ্গের যেখানে যেখানে কাঁটা তার নেই যেখানে জমি দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করেনি। গৃহমন্ত্রী নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চা খেয়েছিলেন এবং বলেছিলেন বিএসএফের ১৭২ টি পোস্টের জন্য জায়গা দরকার। এখনো পর্যন্ত সেই জায়গা দেওয়া হয়নি সে জায়গাগুলো দিয়ে দিক এরপর ১০০% দায় কেন্দ্র সরকার নেবে।
আমরা জঙ্গি এক্সপোর্ট করছি এটা বিরাট বড় ব্যাপার, এটা মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল কটাক্ষ করেন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
- Khoribari Times
- December 23, 2024
- 11:24 pm

Recent Posts
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের
July 19, 2025
No Comments
ইন্দো-নেপাল সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক! উদ্ধার জাল পরিচয়পত্র।
July 18, 2025
No Comments
শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১
July 18, 2025
No Comments
নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।
July 18, 2025
No Comments