এসএসবির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতেই বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, এসএসবি ক্যাম্পে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারেডে অংশ নিয়ে অন্যান সরকারি কাজ সম্পন্ন করে ত্রিপুরা যাবেন তিনি। পাশাপাশি এদিন আম্বেদকর ইস্যুতে সংসদে উত্তাল, পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাহুল গান্ধী ধাক্কায় ২ বিজেপি সাংসদ আহত হয়েছেন। রাহুল গান্ধী সহ বিরোধীরা আজ যা সংসদের সামনে আচরণ করছেন তা ভারতবর্ষে বিরোধীদের এমন আচরণ কল্পনাতীত। রাহুল গান্ধী গায়ের জোরে জমিদারি ও ভীতি প্রদর্শন এবং রাজকীয় সুলভ মানসিকতা থেকে কংগ্রেসকে বেরিয়ে আসতে হবে নইলে দেশের মানুষ বোঝাচ্ছে। হরিয়ানা ও মহারাষ্ট্রের মানুষ বুঝিয়েছে। নাহলে আগামী দিনে বোঝাবে।
এসএসবির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- Khoribari Times
- December 19, 2024
- 8:54 pm
Recent Posts
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments
দোকানের ক্যাসবাক্স থেকে টাকা লুট করে চম্পট চোর।
January 3, 2025
No Comments
ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চলা মেচী নদী এখন মাফিয়াদের আয় ভান্ডার !
December 31, 2024
No Comments