জরাজীর্ণ ও ভুতুড়ে অবস্থায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র! ভেঙে যাওয়া ভয়ে পড়তেই আসেননা শিশুরা ! উপায় না পেয়ে বাড়িতেই স্কুল চালান সহায়িকা ! এমনি চিত্র দেখা গেল খড়িবাড়ির বিন্নাবাড়ী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুকরা জোত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই জল ও বাথরুমের ব্যবস্থা! হাত দিলেই নড়ছে দেওয়াল, টিনের চালা ভেঙে রয়েছে বহুদিন ধরে।স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে কেন্দ্রটি বেহাল অবস্থায় রয়েছে।যার জেরে শিশুর অবিভাবকরা শিশুদের নিয়ে আসছে না । দ্রুত কেন্দ্রটিকে নতুন করে তৈরি করার দাবি জানান সকলে । কেন্দ্রের সহায়িকা পারুল গনেশ বলেন, জরাজীর্ণ অবস্থায় থাকায় শিশুরা অনেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন না।২০১৫ সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা থাকায় বাড়িতেই কেন্দ্র চলাতে হচ্ছে। ভুতুড়ে অবস্থা থাকায় শিশুরা যেতে চায় না তেমনি গর্ভবতী মায়েরাও ভয় পায়। এই বিষয়ে খড়িবাড়ি সিডিপিও দাওয়া দর্জি শেরপা টেলিফোনে জানান, খড়িবাড়ি ব্লকে কুকরা জোত অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছাড়াও আরো ২৪টি কেন্দ্রের সংস্কারের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে। অন্যদিকে খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, আমরা নজরে রেখেছি । ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দেন তিনি।
Recent Posts
ফের মহিষ সহ গ্রেফতার ১।
March 12, 2025
No Comments
দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশালবাড়িতে!
February 8, 2025
No Comments
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ!
February 8, 2025
No Comments
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার।
February 8, 2025
No Comments
চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস!
February 8, 2025
No Comments