হাতির হানায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নকশালবাড়ির হাতিঘিসা মৌরি জোতে। বুধবার গভীর রাতে নিরাপত্তারক্ষীর কাজ শেষ করে বাইকে করে বাড়িতে ফেরার সময় সঞ্জয় ওরাও এবং অজয় ওরাও কেষ্টপুরে হাতির মুখে পড়েন। ঘটনায় একজন আহত ও ঘটনাস্থলে একজন মৃত্যু হয়। পরে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ ও বনদফতর ঘটনাস্থলে পৌঁছে আহতকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠায় সেখানে তার মৃত্যু হয়। বনদফতরের প্রাথমিকভাবে অনুমান হাতির সঙ্গে সংঘর্ষ ঘটায় এই দুর্ঘটনা ঘটেছে। এদিন ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। অন্যদিকে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় বিষয়টি দেখা হচ্ছে এবং রাতের সময় মানুষকে সচেতনতা অবলম্বন করে চলার বার্তা দেন কার্শিয়াং ডিএফও দেবেশ পান্ডে।
Recent Posts
ফের মহিষ সহ গ্রেফতার ১।
March 12, 2025
No Comments
দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশালবাড়িতে!
February 8, 2025
No Comments
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ!
February 8, 2025
No Comments
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার।
February 8, 2025
No Comments
চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস!
February 8, 2025
No Comments