মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসন আগের মত না করলে মাদারিহাট জিতব। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। উপনির্বাচনে প্রশাসন কেমন নজর দেয়। যদি স্বচ্ছ নির্বাচন হয় তবে বিজেপি কমপক্ষে ৩টি আসনে জিতবে। ফিরহাদ হাকিমের মন্তব্যের কটাক্ষ করে তিনি বলেন। তৃণমূলের যা সংস্কৃতি তাই। মহিলাদের তৃণমূল পণ্য মনে করেন। চেক ও চাকরি দিয়ে কিনতে যায় যে দল তারা কেমন সবাই জানে। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির অবসর নিয়ে কোনো মন্তব্য করেননি।
জন বার্লাকে নিয়ে চিন্তা করা হবে। বিজেপির ভোট তার নেতার সঙ্গে থাকে না তার পদক নিয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতি কি তা জানা নেই। তার সঙ্গে কথা হয়েছে তিনি বিজেপিতে আছেন। তিনি আমাদের দলের নেতা। উপনির্বাচনে প্রচারে নেই অনন্ত মহারাজ ও জন বার্লা। কেউ কেউ কাজে আছেন। কেউ পারিবারিক সমস্যায় রয়েছেন। কলকাতা মেডিক্যাল কলেজে বেড বিক্রি নিয়ে তিনি বলেন, সবাই জানে এটা হয়। ফেল করি মাখো তেল বলে কটাক্ষ। সঠিক পরিমাণ টাকা দিয়ে ডিএম বিক্রি হবে।
মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দরে
- Khoribari Times
- November 8, 2024
- 3:02 pm
Recent Posts
সীমান্তে বড় ধরপাকড়! ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ টাকা জব্দ, দুই মহিলা গ্রেফতার
January 4, 2025
No Comments
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments