অবৈধভাবে নদীর চর দখলের অভিযোগ।ঘটনাটি খড়িবাড়ীর ডুমুরিয়া নদী সংলগ্ন এলাকার।স্থানীয় সূত্রে জানা যায় দুমুরিয়া নদী তীরে নদীর চর দখল করে অবৈধ নির্মাণ করেছে কয়েকজন জার জেরে নদীর চরে যাওয়া যাচ্ছে না । যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ওপরে অবৈধ নির্মাণ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সামনেই ছটপূজা আর ডুমুরিয়া এলাকার বিভিন্ন ছোটবতীরা সেই নদীর চরে ছোট ছোট ছট ঘর করে ছট পূজা করে কিন্তু অবৈধ নির্মাণ ও রাস্তা না থাকায় পুজো করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে ওই এলাকার স্থানীয় ছট ভক্তগণ।স্থানীয় বাসিন্দা জগরূপ সা জানান আমরা ২০-২৫ বছর ধরে এই ছট ঘাটে পুজো করে আসছি আগে কোনো নির্মাণ ছিলো না এখন দেখছি ঘাটে যাওয়ার রাস্তাটি দখল করে অবৈধ নির্মাণ করে রয়েছে ঘাটে যাওয়ার রাস্তা বন্ধ করে জার ফলে ঘাটে যেতে পারছি না আমরা।অন্যদিকে বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় জানান নদীর চর নদী মাতৃক জমি সেই জমি তে বাড়িঘর থাকা ঠিক নয় আমার কাছে অভিযোগ এসেছে এই বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আলোচনা করা হবে সামনেই ছট পূজা কিভাবে করা যায় সেই বিষয়টি দেখা হবে।
Recent Posts
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের
July 19, 2025
No Comments
ইন্দো-নেপাল সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক! উদ্ধার জাল পরিচয়পত্র।
July 18, 2025
No Comments
শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১
July 18, 2025
No Comments
নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।
July 18, 2025
No Comments