উৎসবে আমেজে মাততে চলছে শৈলশহর দার্জিলিং! দার্জিলিং পুলিশ এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের পরিচালনায় চলতি বছরের ডিসেম্বর মাসে ১৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ৫ দিন ব্যাপী শৈল শহর দার্জিলিংয়ের সঙ্গীত , সংস্কৃতি ও পর্যটন এবং দার্জিলিং চা’কে তুলে ধরতে দ্বিতীয় তম বর্ষের দার্জিলিং মেলো – টি ফেস্ট ২০২৪ এবং ১১ তম দার্জিলিং হিল ম্যারাথন অনুষ্ঠিত হবে । চলতি বছরের ডিসেম্বর মাসের ১৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত দার্জিলিং মেলো টি ফেস্ট চলবে ও ২২ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে দার্জিলিং হিল ম্যারাথন । ২০২৩ সালে এই উদ্যোগ নেওয়ার ব্যাপক সারা পেয়েছিল অনুষ্ঠানটি । এই বছর ওয়েস্টার্ন, নেপালি ও সোলো মিউজিক প্রতিযোগিতা থাকছে যেখানে পুরস্কার থাকবে১৯ লক্ষ টাকা । অনুষ্ঠানের সূচনা হবে ‘ মন্ত্রা ‘ নামক দার্জিলিংয়ের একটি বিখ্যাত ব্যান্ড এর প্রদর্শনী দিয়ে । এই ফেস্টিভ্যাল এ মহিলাদের ব্যান্ডও সঙ্গীত প্রদর্শন করবে । ১৬ টি স্টল থাকবে এই ফেস্টিভ্যাল এ যেখানে দার্জিলিঙের ঐতিহ্যবাহী খাদ্য , শিল্প , বস্ত্র এবং হাতের কাজ প্রদর্শীত হবে । এছাড়াও দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী বস্ত্র পরিধান করে ফেসন শোতে অংশ নিবে দার্জিলিং বাসী । আদিবাসী সম্প্রদায়ের নৃত্য ও সংগীতও প্রদর্শন হবে এই ফেস্টিভ্যাল এ । পাশাপাশি এই মেলো টি ফেস্ট এর অংশ হিসেবে ১১ তম দার্জিলিং হিল ম্যারাথন ২২ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে । যেখানে পুরস্কার হিসেবে থাকবে নগদ ৯.৮ লক্ষ টাকা । এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, জিটিএ সভাসদ নর্দেন শেরপা সহ অন্যান্যরা ।
Recent Posts
ফের মহিষ সহ গ্রেফতার ১।
March 12, 2025
No Comments
দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশালবাড়িতে!
February 8, 2025
No Comments
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ!
February 8, 2025
No Comments
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার।
February 8, 2025
No Comments
চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস!
February 8, 2025
No Comments