এজেন্টের মাধ্যমে সিকিউরিটি গার্ডের কাজে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন কালিম্পঙের প্রাক্তন ভারতীয় সেনাকর্মী উরগেন তামাং। জানুয়ারি মাসে দিল্লি থেকে রাশিয়ায় পৌছান উরজেন। ভেবেছিলেন সিকিউরিটি গার্ডের কাজ হবে। কিন্তু মার্চ মাসে ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রথম সারিতে লড়াই করার পর প্রতারণার শিকার হওয়ার কথা বুঝতে পেয়ে ঘরে ফেরার চেষ্টা শুরু করেন তিনি। সময় ও সুযোগ বুঝে ভিডিও বার্তা পাঠান পরিবারকে। আর এই ভিডিও বার্তা নিয়ে প্রশাসনের দারস্থ হয় পরিবার। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই প্রশাসনের নজরে আসে উরগেনের কথা। কালিম্পঙের চেয়ারম্যানের উদ্যোগে ও ভারত ও রাশিয়ার মেলবন্ধনে ঘরে ফিরলেন উরগেন। বৃহস্পতিবার মস্কোতে পৌঁছানোর পর ভারতীয় দূতাবাস হয়ে আজ ঘরে ফিরলেন তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে উরগেনের চোখে আতঙ্কে ছবি ফুটে আসে। নেমেই কালিম্পঙ চেয়ারম্যান রবি প্রধান ও দুই সন্তানকে জরিয়ে ধরে তিনি জানান আনন্দ লাগছে। কালিম্পঙ চেয়ারম্যান এবং পরিবারের সকলের প্রার্থনায় আমি আজ দেশে ফিরতে পারলাম। আমি সবার কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে দেশে ফেরার আবেদন জানিয়েও কিছু হয়নি। এবার দেশে ফিরছি। ঘন জঙ্গলে কোথায় নিয়ে যাওয়া হত বোঝা যেত না।অপরদিকে কালিম্পঙ পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান রবি প্রধান জানান আজ খুব আনন্দের দিন। দীর্ঘ লড়াই করে অনেক চিঠিপত্র পাঠানোর পর আজ উরগেন ফিরে আসতে পারল। স্বামীকে পেয়েই খুশী উরগেনের স্ত্রী।
Recent Posts
সীমান্তে বড় ধরপাকড়! ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ টাকা জব্দ, দুই মহিলা গ্রেফতার
January 4, 2025
No Comments
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments