ইসলামপুর হাইস্কুলে NCC ইউনিট চালুর দাবিতে স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। জানা গিয়েছে ইসলামপুর হাই স্কুলে প্রায় ৪০ বছর ধরে NCC চলছে। NCC ইউনিটে কোনো শিক্ষক না থাকার কারণে প্রায় NCC বন্ধ হতে বসেছে। এতে চরম সমস্যায় পড়েছে স্কুলের NCC ইউনিটের ছাত্ররা। এমন ভাবে চলতে থাকলে আগামী দিনে ইসলামপুর হাইস্কুল থেকে NCC ইউনিট বন্ধ হয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন ছাত্ররা। তাই স্কুলে NCC ইউনিটে শিক্ষক নিয়োগ করে চালু করার দাবিতে সোমবার প্রথমে হাইস্কুলের গেটের সামনে ও পরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে স্কুলের NCC পড়ুয়ারা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। পড়ুয়াদের আন্দোলনে সামিল হয়েছে SFI এর নেতৃত্বরা। পড়ুয়াদের দাবি দ্রুত NCC শিক্ষক নিয়োগ করে NCC চালুর দাবি তুলছেন পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্কুলের NCC পড়ুয়ারা।
- Khoribari Times
- August 16, 2024
- 5:05 pm
Recent Posts
সীমান্তে বড় ধরপাকড়! ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ টাকা জব্দ, দুই মহিলা গ্রেফতার
January 4, 2025
No Comments
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments