বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার

হাত বদলের আগে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ৩। বাগডোগরার সিঙ্গিজোড়া চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২ সড়কে হাতবদলের আগে অভিযান  বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের। অভিযানে ৮১৬ গ্রাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ৩। ধৃতদের কাছে থাকা নাম্বার প্লেট বিহীন মোটরবাইককে ভেতর থেকে  ৮১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতরা হল  ইমরান শেখ (১৯) ও রমজান শেখ (১৯), মালদা কালিয়াচকের বাসিন্দা অন্যদিকে নকশালবাড়ির বাসিন্দা বিমল ঘোষের কাছে ব্রাউন সুগার হাত বদল করতে এসেছিল ধৃতরা। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের রিমান্ডে এনে পুরো ঘটনার তদন্ত করবে বাগডোগরা থানার পুলিশ।

news portal development company in india
marketmystique