জাতীয় সড়কে মালবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষ  , ঘটনায় গুরুতর আহত ২,

জাতীয় সড়কে মালবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষ  , ঘটনায় গুরুতর আহত ২, জখম ১  ! ব্যাপক চাঞ্চল্য এলাকায়।খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোল জোতে ৩২৭ জাতীয় সড়কের ঘটনাটি ঘটে।জানা গিয়েছে, শনিবার গভীররাতে শিলিগুড়ি- বিহারগামী ৩২৭ নং জাতীয় সড়কে ২টি লড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটায় লরির সামনে অংশটি দুমরে মুচরে যায় , লড়ির ভিতরেই আটকে থাকে লড়ির চালকরা । স্থানীয়রা আওয়াজ শুনে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং নক্সালবাড়ি দমকলের কর্মীরা। আটক লরি চালকদের উদ্ধার করে পুলিশ ভ্যান ও দমকলের গাড়িতে নক্সালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক থাকায়  উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যদিও ঘটনায় এম্বুলেন্স না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ।
অন্যদিকে ঘটনায় জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয় এলাকায় , পরে  ক্রেনের সাহায্য দূর্ঘটনাগ্ৰস্ত লরি ২টিকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

news portal development company in india
marketmystique