পুলিশের তৎপরতায় ব্রাউন সুগার উদ্ধার সহ গ্রেপ্তার ১

পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার সহ গ্রেপ্তার ১ যুবক।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার খড়িবাড়ি বাংলা বিহার সীমান্তের সিঙিয়া জোত এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১০৩ গ্রাম ব্রাউন সুগার ২০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ একটি চারচক্কার গাড়ি উদ্ধার করে এবং পরে বাড়ি থেকে ৯৯ হাজার ৭০০ টাকা  ও বাইক উদ্ধার করে খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পরে ওই যুবক কে গ্ৰেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার ব্রাউন সুগার বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে।ধৃত যুবকের নাম এমডি নাসিক (২৫) সিঙ্গিয়া জোতের বাসিন্দা । আগামীকাল ধৃত যুবকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ধৃত যুবকের সাথে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করবে  পুলিশ

news portal development company in india
marketmystique