ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান।

ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান।শনিবার খড়ি বাড়ী ব্লকের পেতাজোত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, মানসিক স্বাস্থ্য সচেতনা মূলক সম্পর্কিত অনুষ্ঠান করলো ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন ।এইদিন পেটাজোত এলাকার স্থানীয় মানুষদের নিয়ে মানসিক সাস্থ্য সচেতন মূলক অনুষ্ঠান করেন তারা। সংঘঠনের কো অডিনেটার তরুণ কুমার মাইতি বলেন বর্তমান সমাজে মানসিক চাপে ভুগছে বহু মানুষ সেই সমস্ত মানুষরা তাদের কাছে আসলে বা তারা তাদের কাছে গিয়ে সমস্যাটিকে  চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করেন তাদের সংগঠন,, উপস্থিত ছিলেন ,ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের কো অডিনেটার তরুণ কুমার মাইতি, টেনিং কো অডিনেটার সেমাশ্রী চৌধুরী ,পজেক্ট কাউন্সিলর নীলিমা মোদক, পজেক্ট ফিল্ড ওয়ার্কার রামা নাথ দাস সহ অন্যান্যরা ।

Mental health related program of West Bengal Volunteer Health Association. West Bengal Volunteer Health Association conducted a mental health awareness program on Saturday at the ground of Petajot Primary School in Khari Bari block.  Coordinator of the organization Tarun Kumar Maiti said that many people are suffering from mental stress in today’s society, those people come to them or they go to them and identify the problem and try to solve it.  Tenning Co-Auditor Semashree Chowdhury, Project Councilor Neelima Modak, Project Field Worker Rama Nath Das and others.

news portal development company in india
marketmystique