ঐতিহ্যবাহী কোজাগরী মা লক্ষীর পুজো এবারে ৭১তম।
বিজয়ার বিষাদের সুর আরেকদিকে কোজাগরী মা লক্ষীর আগমন ।আর এবারে সিংহ বাড়ীর পুজো পরলো ৭১তম বৎসরে ।পুজোটি খড়িবাড়ী ব্লকের ভালুকগারা মোর সংলগ্ন এলাকায় অবস্থিত ।পুজো উপলক্ষে রয়েছে তিনদিন ব্যাপী মেলাউৎসব এবারের মেলা আগামী শনি রবি ও সোমবার ।আর এই মেলা কে কেন্দ্র করে পাশ্ববর্তী দেশ নেপাল ও পাশের রাজ্য বিহার থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে এই মেলায় , সোনা যায় এই মন্দির খুব জাগ্রত তাই মনস্কামনা নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসেন প্রচুর মানুষজন।আর লোকালয়ের দর্শনার্থীরা তো রয়েছে ।
আর মেলায় উপলক্ষে বসে পুরোনো ঐতিহ্যবাহী রাজবংশী পাঁচালী গানের আসর যা বর্তমানে হারিয়ে যেতে বসেছে ।এবারে বিশেষ আকর্ষণ রয়েছে কলকাতার যাত্রাদল। জানা যায় ১৫৫৩ সালে মানিকলাল সিংহ নামে এক ব্যক্তি ভালুকগাড়া নিবাসী স্বপ্নাদেশ পেয়ে ছোট একটি কুড়ে ঘরে শুরু করে মা লক্ষীর পুজো পরবর্তীকালে তিনি প্রয়াত হলে তার নাতি হিমাদ্রীকুমার সিংহ পুজোর রীতি নিয়ম সব মেনে দায়িত্ব নিয়ে পরিবারিক ভাবে পুজো করেন পাশাপাশি লোকাল মানুষজনের নিয়ে মেলা কমিটি করে মেলা পরিচালনা করেন
Recent Posts
দাবি আদায় করতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে হবে!
January 8, 2025
No Comments
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
January 7, 2025
No Comments
সীমান্তে বড় ধরপাকড়! ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ টাকা জব্দ, দুই মহিলা গ্রেফতার
January 4, 2025
No Comments
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments